Jodi tor dak shune keu na ashe tobe ekla cholo re


যদি তোর   ডাক শুনে কেউ না আসে   তবে   একলা চলো রে
একলা চলো,   একলা চলো,   একলা চলো,   একলা চলো রে (2)
যদি   কেউ কথা না কয়,   ওরে ওরে অভাগাকেউ কথা না কয়
যদি   সবাই থাকে মুখ ফিরায়ে   সবাই
করে ভয়
                   তবে   পরান খুলে------
ও তুই   মুখ ফুটে তোর মনের কথা   একলা বলো রে
যদি   সবাই ফিরে যায়,   ওরে ওরে অভাগাসবাই ফিরে যায়
যদি   গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়
                   তবে   পথের কাঁটা---------
ও তুই   রক্তমাখা চরণতলে   একলা দলো রে
যদি   আলো না ধরে,   ওরে ওরে অভাগাআলো না ধরে
যদি   ঝড়-বাদলে আঁধার রাতে   দুয়ার দেয় ঘরে
                   তবে   বজ্রানলে-------
আপন   বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে   একলা জ্বলো রে
যদি তোর   ডাক শুনে কেউ না আসে   তবে   একলা চলো রে


একলা চলো,   একলা চলো,   একলা চলো,   একলা চলো রে (2)

Comments